LPG cylinder prices reduce by Rs 100. It’s true?

গ্যাসের দাম কমাই কারা পাবে এই সুবিধা …..শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্বালা যোজনার LPG cylinder prices হোল্ডাররা নাকি সকল LPG gas holder বিস্তারিত জানতে এই ব্লগটি পড়ুন(Who will get this benefit of LPG cylinder prices reduction…..only Pradhan mantri Ujjala Yojana (PMUY)holders or all LPG gas holders read this blog for more details….)

আজ নারী দিবস আর এই উপলক্ষে ভারত সরকার এই বিরাট বড় একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে সকল ভারত বাসীদের জন্য।নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার LPG cylinder prices গ্যাস এর দাম ১০০ টাকা কমিয়ে দিল। কিন্তু এই বিশেষ সুবিধা কারা পাবে কেবলমাত্র উজ্বালা যোজনার(PMUY) হোল্ডাররা নাকি সকলেই….

আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার Twitter account থেকে Twitte করে জানিয়েছেন যে নারী দিবস উপলক্ষে এলপিজি সিলিন্ডারের মূল্য একশ টাকা করে কম করা হয়েছে, যেখানে কোটি কোটি Pradhan mantri ujjwala Yojana(PMUY)LPG gas holder ও All domestic LPG gas holder এর সুবিধা হবে। আর এই বিশেষ সুবিধা ভোগ করবে আমাদের দেশের নারীশক্তিরা আর এই নারী শক্তিদের জীবন থেকে ধোঁয়া মুক্ত করার জন্য মোদির এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ।

LPG cylinder prices কমার কারণে একদিকে দেশের সাধারণ জনগণ এর পক্ষে ক্রয় করতে সুবিধা হবে তেমনি ঘরের মহিলারা সুন্দর পরিবেশের মধ্যে জীবন যাপন করতে পারবে।

যেখানে সকল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার(PMUY) আওতায় যেসব গ্যাস উপভোক্তা রয়েছে তারা এছাড়াও বাকি হোল্ডাররা, এই সুযোগ-সুবিধা গ্যাস উপভোক্তা পেয়ে যাবে প্রতি গ্যাস সিলিন্ডার পিছু ১০০ টাকা কমে।
ফলস্বরূপ কলকাতার বাজারে LPG cylinder prices কমে দাঁড়াবে(929-100)=829 টাকা।
এবং Rural and gramin এলাকায় মুল্য হয়ে যাবে(941.50-100)=841.50 টাকা।
LPG gas এর কমে যাওয়া মূল্য লাগু হবে আগামী 09/03/2024 থেকে।
কিন্তু এই বিশেষ ছাড় সাবসিডি হিসেবে দেবে নাকি সাধারণ মূল্য কমিয়ে দেবে এই বিষয়ে সঠিক কোন কিছু এখনো পর্যন্ত জানা যায়নি।

Leave a Comment