LAKSHMIR BHANDAR SCHEME 2024।LAKSHMIR BHANDAR STATUS CHECK,লক্ষ্মীর ভান্ডারের 1200 টাকা করে কবে থেকে ডুকবে

 

 

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে সরকার প্রাপ্ত বয়স্ক মহিলা সদ্যদের একটি মাসিক আর্থিক সহয়তা প্রদান করা হয়। লক্ষ্মী বাড়ির মহিলাদের মধ্যমে পরিবারের আয়ের সংস্থান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

Lakshmi Bhandar Benefits :-

মহিলাদের মাধ্যমে পরিবরের আর্থিক সহয়তা করা জন্য পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু করেন।
পশ্চিমবঙ্গের প্রায় ১.৬ কোটি পরিবার (Lakshmir bhandar) উপকৃত হয় এই প্রকল্পে।

Laxmi Bhandar Status Check with mobile number

মোবাইল নম্বর দিয়ে Laxmi Bhandar Status Check করার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের এই https://socialsecurity.wb.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে ‘Track Application Status’ লেখা অপশনটিতে Click করতে হবে।
এরপর যে পেজটি আসবে সেখানে Mobile Number এর জায়গায় লক্ষী ভান্ডার জমা করার সময়ে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটি বসাতে হবে।

লক্ষ্মীর ভান্ডার (Lakshmir bhandar) প্রকল্পের ১০০০ টাকা ও ১২০০ টাকা কবে ডুকবে?

LAKSHMIR BHANDAR

লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি হল SC এবং ST যাঁরা আছেন যারা ₹1000 করে পেতেন তাঁরা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকার পরিবর্তে ₹1200 করে পাবেন এবং যারা 500 করে পেতেন অন্যান্যরা তাঁরা পাবেন ₹1000 করে।
বন্ধুরা এই মাস থেকে এই টাকা কিন্তু পাওয়া যাবে না। এটি লাগু হবে এপ্রিল মাস থেকে। এপ্রিল 2024 থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যারা ₹1000 পেতেন, তাঁরা ₹1200 পাবেন। এবং যারা 500 করে পেতেন তাঁরা ₹1000 পাবেন।

Leave a Comment

Exit mobile version