West Bengal Karmashree Scheme 2024
রাজ্যে শুরু হয়েছে কর্মশ্রী প্রকল্প।
কিন্তু এই কর্মশ্রী প্রকল্প কী, কর্মশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, বা কারা কারা কর্মশ্রী প্রকল্পের টাকা পাবে বা এই প্রকল্পে কত টাকা দেওয়া হবে এইসব প্রশ্নের বিস্তারিত উত্তর আলোচনা করব।
কর্মশ্রী প্রকল্প শুরু করার কারণ –
West Bengal Karmashree Scheme 2024–100 দিনের কাজের কিছু গলোযগের জন্য বেশ কিছুদিন ধরে টাকা দেয় নি কেন্দ্র সরকার তাই পাল্টা রাজ্য সরকার রাজ্যের মানুষের 50 দিন কাজকে সুনিশ্চিত করার জন্য রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাজ মিলবে জব কার্ড থাকলেই।
West Bengal Karmashree Scheme 2024- Eligibility
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- সকল পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।
- আবেদনকারীর জব কার্ড থাকতে হবে।
West Bengal Karmashree Scheme 2024 – Documents
- আধার কার্ড।
- জব কার্ড।
- মোবাইল নাম্বার ।
- ব্যাংক একাউন্ট ।
- জন্ম সার্টিফিকেট ।
- পাসপোর্ট – সাইজ এর ছবি ।
- স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ।
আরও পড়ুন – লক্ষ্মীর ভান্ডারের 1200 টাকা করে কবে থেকে ডুকবে ।
West Bengal Karmashree Scheme 2024 – চলতি বছরের মার্চ মাস থেকে কার্যকর হবে এই কর্মশ্রী প্রকল্প। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যেমন ১০০ দিনের কাজে গ্যারান্টি দেওয়া হতো সেরকমই কর্মশ্রী প্রকল্প ৫০ দিনের কাজকে সুনিশ্চিত করা হয়েছে। তবে কর্মশ্রী প্রকল্পে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ইমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের বেতন কাঠামো অনুসারে বেতন দিবে কিনা তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।
কর্মশ্রী প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল ওয়েবসাইটটিকে ফলো করুন –
Official Website – West Bengal Karmashree Scheme 2024