WB panchayat recruitment 2024
WB panchayat recruitment 2024- Login process
- রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিজস্ব আইডি ক্রিয়েট হবে। এরপর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ( Wb panchayat )
- লগইন করার জন্য প্রথমে নিজের রেজিস্টার মোবাইল নম্বর লিখতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করার সময় তৈরি করা পাসওয়ার্ড লিখতে হবে।
- এবার স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোর্ড এন্ট্রি করে লগইন অপশনে ক্লিক করলে প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হবে।
- প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর স্ক্রিনে প্রদর্শিত অপশন গুলি থেকে নিজেদের প্রোফাইল তৈরির পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
- প্রতিটি অপশনের পাশে এডিট বোতামে ক্লিক করে সংশ্লিষ্ট তথ্য গুলিপূরণ করতে হবে।
WB panchayat recruitment 2024-আবেদন পদ্ধতি
- প্রোফাইল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রার্থীরা শূন্যপদ অনুযায়ী আবেদন জানাতে পারবেন। নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী বিভিন্ন শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করা যাবে। ( Wb panchayat )
- প্রোফাইল তৈরি হওয়ার পর প্রার্থীরা নিজস্ব ড্যাশবোর্ডের ডানদিকে Recent Recruitment Drives নামে একটি টেবিল দেখতে পাবেন।
- সংশ্লিষ্ট টেবিলে বিভিন্ন জেলার শূন্যপদের বিবরণ দেখা যাবে।
- সংশ্লিষ্ট শূন্যপদের পাশেই Apply Now অপশন দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।
- ওই অপশনে ক্লিক করে চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রতিটি অপশনের তথ্য সঠিকভাবে পূরণ করার পর অপশনগুলি লাল রং থেকে সবুজ রঙের হয়ে যাবে।
- সমস্ত অপশনগুলি সবুজ রং হওয়ার পর Confirm and Save অপশন এ ক্লিক করে আবেদনটি সেভ করে নিতে হবে।
- এরপর Declaration চেকবক্সে ক্লিক করতে হবে প্রার্থীদের।
- সবশেষে Application Preview & Submit অপশনে ক্লিক করলে আবেদনকারীর আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
- এরপর প্রদর্শিত Download Application অপশনে ক্লিক করে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রের কপি ডাউনলোড করতে পারবেন।
How to apply wb panchayat recruitment 2024– Click here to download pdf
Read More